Saturday, June 10, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারে ৫ হাজার স্কয়ারের খালি...

ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারে ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ক্রয়ের সিদ্ধান্ত 

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। গত ১৬ মার্চ বুধবার বাদ মাগরিব মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় মসজিদের জন্য এ ভূমি ক্রয়ের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, ফান্ডরেজিং কমিটির সাবেক মেম্বার সেক্রেটারী আসেফ বারী টুটুল, মসজিদের উপদেষ্টা ইফতেখার সিরাজ, সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান প্রমুখ। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু ও সোহেল চৌধুরী।
সভায় ব্রঙ্কসের ১৩৫১ ওডেল স্ট্রিট এর বাংলাবাজার জামে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলারে মসজিদের জন্য ক্রয় করার বিষয়টি তুলে ধরা হলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিপুল সংখ্যক লাইফ মেম্বার ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন বলে সভা সূত্র জানায়।

মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম এয়াহইয়া অনুষ্ঠানে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়।
মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments