Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনব্যান্ড দৃক নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম 'রং আলোড়ন'

ব্যান্ড দৃক নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম ‘রং আলোড়ন’

দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথমবারের মতো ব্যান্ড ‘দৃক’ নিয়ে আসছে তিন পর্বের মিউজিকাল ফিল্ম। এই মিউজিক্যাল ফিল্মের প্রথম পর্বে থাকছে ‘রং আলোড়ন’ গানটি।

এর টিজারসহ কবে প্রকাশ হবে সেটি ব্যান্ডের পক্ষ থেকে দু’এক দিনের মধ্যেই জানিয়ে দেয়া হবে। ‘দৃক’ ভক্তদের মাঝে তাদের গানের অন্যরকম অভিজ্ঞতা দিতেই এই মিউজিকাল ফিল্মের উদ্যোগ।

দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘দৃক’-এর পথচলা শুরু ২০০২ সালে। এখন পর্যন্ত তারা ব্যান্ডের নামে একটি অ্যালবামসহ বেশকিছু জনপ্রিয় সিঙ্গেল উপহার দিয়েছেন শ্রোতাদের। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন ভোকালে সাইফ, বেইস গিটারে রাহি, ড্রামসে উপল, গিটারিস্ট মোহন্ত এবং অতিথি গিটারে রাফি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments