Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিব্যবহারকারীকে ‘সময়মতো ঘুমানো’র’ কথা জানাবে টিকটক

ব্যবহারকারীকে ‘সময়মতো ঘুমানো’র’ কথা জানাবে টিকটক

এমন অভিযোগ তো এখন আর নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রাত জাগেন। নষ্ট হয় ঘুম, ক্ষতি হয় শরীরের।   এসব অভিযোগ বেশ আগে থেকেই। বলা হয়,  টিকটকাররা নাকি একটু বেশিই রাত জাগেন। এবার এই অভিযোগ আমলে নিয়েছে টিকটক। প্লাটফর্মটিতে যোগ করেছে একটি নতুন ফিচার। যেটি ‘স্লিপ রিমাইন্ডার’ নামে পরীক্ষামূলকভাবে কাজ করবে আপাতত।  
এটি ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানিয়ে দেয়ার  পাশাপাশি ঘুমের পুরোটা সময় (৭ ঘণ্টা) নোটিফিকেশন বন্ধ রাখবে।  ফলে ব্যবহারকারীর ঘুমের ব্যাঘাত ঘটবে না।

তবে এই মুহূর্তে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য নয়। কিছু ব্যবহারকারীর জন্য। 
টেকক্রাঞ্চের এক প্রতিবেদন থেকে জানা গেছে, টিকটক অ্যাপের সেটিংসে ‘স্ক্রিন টাইম’ অপশনে নতুন এ সুবিধা থাকবে। এখান থেকে  ‘স্লিপ রিমাইন্ডার’ অপশন থেকে ঘুমানোর সময় নির্ধারণ করে দেয়া যাবে। এরপর নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানাবে টিকটক অ্যাপ। পরবর্তী সাত ঘণ্টা টিকটকের নোটিফিকেশনও থাকবে বন্ধ।
বিজনেস স্ট্যান্ডার্ড এর খবরে বলা হয়, টিকটকের মুখপাত্র বলেছেন, টিকটক নিত্যনতুন ফিচার চালু করছে।  তাদের সুবিধার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে কাজ চলছে।   এর আগে ২০২০ সালে স্কিন টাইম ম্যানেজমেন্ট নামেও ফিচার যোগ করেছিল এই মাধ্যমটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments