রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ডার্বিতে ম্যানসিটির কাছে বিধ্বস্ত হচ্ছিল তখন ক্রিস্তিয়ানো রোনালদো কী করছিলেন? চোটের কারণে ম্যাচের আগে ছিটকে যান তিনি। কিন্তু না খেললেও এমন বড় ম্যাচের সময় গ্যালারি বা ডাগ আউটে থেকে সতীর্থদের উৎসাহ জোগাতে পারতেন এই কিংবদন্তি। সেটা না করে ব্যক্তিগত বিমানে রোনালদো পাড়ি জমান পর্তুগালে!
এরপর ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন রোনালদোর বোন কাতিয়া।
তাতে লেখেন, ‘কোনাে ইনজুরি নেই রোনালদোর। ’ তাহলে কি অভিমানেই সতীর্থদের পাশে না থেকে দেশে ফিরে গিয়েছিলেন রোনালদো? সেই বিতর্কে না গিয়ে স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ রয় কিনের মন্তব্য, ‘অবশ্যই মাঠে থাকা উচিত ছিল রোনালদোর। ’ মিরর