Wednesday, March 22, 2023
spot_img
Homeবিচিত্রবোনকে কোলে নিয়েই স্কুলে!

বোনকে কোলে নিয়েই স্কুলে!

বড় বোনের সম্পর্ক মানেই আদর, মিষ্টি খুনসুটি আর ঝগড়া। পৃথিবীর কোনও প্রান্তেই এর অন্যথা হতে দেখা যায় না। খুনসুটি যতই হোক বড় বোন কিন্তু অভিভাবকের থেকে কম কিছু নয়। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, ছোট বোনকে আগলে রাখতে বড় বোনের জুড়ি মেলা ভার।

তেমনই দুই বোনের জুটির সাক্ষী ভারতের মণিপুর রাজ্যের একটি গ্রাম। ছোট্ট বোনকে কোলে নিয়েই স্কুলে বসে পড়াশোনা করছে বড় বোন। এমন দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ছবিটি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ঠিক কী ঘটনা ঘটেছে? জানা গেছে, মণিপুরের ওই বড় বোননমেইনিংসিংলিউ পামেইর বয়স ১০ বছর। চতুর্থ শ্রেণির ছাত্রীর পরিবারে মা-বাবা আর ছোট বোন আছে। বাড়ির বড়রা চাষের কাজে বেরিয়ে যান। তাই স্কুলে যেতে হলে দুই বছর বয়সের ছোট বোনকে বাড়িতে একাই থাকতে হবে।

কিন্তু ছোট বোনকে চোখের আড়াল করে একা ফেলে কী করে বড় বোন স্কুলে যাবে? নতুন উপায় বের করে ফেলে মেইনিংসিংলিউ। বোনকে কোলে নিয়েই স্কুলের পথে হাঁটা দেয় সে। ক্লাসের ফাঁকে ফাঁকে বোনকে সামলায়। একইসঙ্গে পড়াশোনাতেও মন দেয়। দশ বছরের মেয়ের এমন মাতৃসুলভ লড়াই করে পড়াশোনার কথা নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ছবিটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে মণিপুরের কৃষিমন্ত্রী থোঙনাম বিশ্বজিৎ সিংয়ের টুইট থেকে। তিনি মেইনিংসিংলিউয়ের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘পড়াশোনার প্রতি ওর আগ্রহ এবং নিষ্ঠা আমাকে অবাক করে দিয়েছে।’ এই দৃশ্য দেখে এবং ঘটনাটি শুনে অবাক নেটিজেনরা। তার মধ্যে অন্যতম ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছবিটি টুইট করে লিখেছেন, ‘এই ছবিটির মধ্যে আলাদা শক্তি রয়েছে। ছবিটি দেখলেই বোঝা যায় আমাদের সন্তানরা পড়াশোনা করতে কত আগ্রহী, বিশেষত মেয়েরা।’ সূত্র : হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments