Monday, December 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবেসিস সভাপতি হচ্ছেন রাসেল টি আহমেদ

বেসিস সভাপতি হচ্ছেন রাসেল টি আহমেদ

দেশের তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হচ্ছেন রাসেল টি আহমেদ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বেসিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও দায়িত্ব বণ্টন করা হবে। এর আগে রবিবার গুলশান শুটিং স্পোর্ট ফেডারেশনে ২০২২-২৩ মেয়াদের জন্য নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এতে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সাধারণ, অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগে ১০টি পদের ছয়টি জিতেছেন ‘ওয়ান টিম’-এর সদস্যরা। হাবিবুল্লাহ নিয়ামুল করিমের নেতৃত্বাধীন ‘সিনার্জি স্কোয়াড’-এর সদস্যরা জিতেছেন চারটি। এবার নির্বাচনে ৮৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭১২ জন। ওয়ান টিমের বিজয়ী সদস্যরা হলেন প্যানেল নেতা টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ, গিগা টেকের সামিরা জুবেরি হিমিকা, এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান, টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম, পাঠাওয়ের ফাহিম আহমেদ এবং অ্যাসোসিয়েটে ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments