গোলের খাতা খোলার কাজটা করলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। এরপর দৃশ্যপটে করিম বেনজেমা। সাত মিনিটের মধ্যে যিনি হ্যাটট্রিক পূরণ করলেন। সুবাদে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটা গোল উৎসব করে জিতল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সান্তিয়াগো বার্নাবেউয়ে রবিবার ৬-০ গোলে জিতেছে রিয়াল। ২২তম মিনিটে রদ্রিগো গোলমুখ খোলেন। এরপর ২৯ থেকে ৩৬তম মিনিটে তিন-তিনটি গোল করেন ফরাসি তারকা বেনজেমা। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন আসেনসিও ও লুকাস ভাসকেস।
তবে এই জয়ের পরও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে রিয়াল। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলা সোসিয়েদাদ ৪৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্থ স্থানে।