Monday, March 27, 2023
spot_img
Homeখেলাধুলাবেনজেমাকে ভয় সিটিজেনদের

বেনজেমাকে ভয় সিটিজেনদের

উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। যে দল জিতবে তারা ফাইনালের পথে এগিয়ে থাকবে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি রিয়াল-ম্যান সিটির সপ্তম সাক্ষাত। প্রথম চার ম্যাচে জিততে ব্যর্থ সিটিজেনরা শেষ দুই দেখাতেই হারায় রিয়ালকে। ২০১৯-২০ মৌসুমের শেষ ষোলোতে অ্যাগ্রিগেটে ৪-২ গোলে জেতে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে শেষ তিন ম্যাচে জয় পায়নি রিয়াল। আর ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা দু’বার রিয়ালকে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় করেছেন।ম্যান সিটির আগে বার্সেলোনার কোচ হিসেবে ২০১০-১১ মৌসুমের সেমিফাইনালে রিয়ালকে হারান গার্দিওলা। এবার জিতলে প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়নস লীগে তিনবার রিয়ালকে বিদায় করার নজির গড়বেন তিনি।
ম্যান সিটির স্প্যানিয়ার্ড মিডফিল্ডার রদ্রি বলেন, ‘সে  (বেনজেমা) ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে। সে ম্যাচের প্রত্যেকটা অংশই বুঝতে পারছেন এবং গোল করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ সব গোল। বেনজেমা শুধু গোলই করে যাচ্ছে না। বল পায়ে তার দলকে স্বস্তি দিয়ে যাচ্ছে। তাকে নিয়ে অবশ্যই সর্তক হওয়া উচিৎ আমাদের। আমি নিজেও তার বিরুদ্ধে কয়েক বছর খেলেছি। সে সত্যিই বড় মাপের খেলোয়াড়।’
কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ রক্ষণাত্মক ফুটবল খেলে আটকাতে চেয়েছিল ম্যান সিটিকে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কৌশল নিশ্চিতভাবেই ভিন্ন হবে। রদ্রি বলেন, ‘এটা দলটার অনেক অভিজ্ঞতা। তারা সুযোগের অপেক্ষায় থাকে। এটাই তাদের বড় বৈশিষ্ট্য। তারা হয়তো ৯০ মিনিট ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবে না কিন্তু সবসময়ই বিপজ্জনক। আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। ঘরের মাঠে প্রথম লেগে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে আমাদের।’
গার্দিওলা বনাম আনচেলত্তি
রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে পেপ গার্দিওলা। ৬ সাক্ষাতে ৪ বার জিতেছেন তিনি। দু’বার জিতেছেন আনচেলত্তি। ডাগআউটে দুই জিনিয়াসের লড়াই জমবে দারুণ। আলচেলত্তির অধীনে ২০১৪তে বিখ্যাত ‘লা ডেসিমা’ জিতেছিল রিয়াল। ২০০৩ এবং ২০০৭ সালে ইতালিয়ার ক্লাব এসি মিলানের হয়েও চ্যাম্পিয়নস লীগ জেতেন আনচেলত্তি। তবে ২০১১ সালের পর ইউরোপ সেরার ট্রফিতে আর চুমু খাওয়া হয়নি গার্দিওলার। গত মৌসুমে ফাইনালে উঠে চেলসির কাছে হার মানে তার দল।
ডি ব্রুইনা বনাম মদ্রিচ
ব্যক্তিগত দ্বৈরথে ম্যান সিটির কেভিন ডি ব্রুইনাকে টেক্কা দেবেন রিয়ালের লুকা মদ্রিচ। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অসাধারণ এক অ্যাসিস্টে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মদ্রিচ। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে কেভিন ডি ব্রুইনার গোলটাই শেষতক ম্যান সিটিকে নিয়ে যায় সেমিতে।
ফোডেন বনাম মিলিতাও
ম্যান সিটির ইনফর্ম ফরোয়ার্ড ফিল ফোডেনকে থামাতে প্রস্তুত রিয়ালের সেন্টারব্যাক এডার মিলিতাও। ডেভিড আলাবা পুরোপুরি ফিট না থাকায় রক্ষণের কেন্দ্রে ভরসা হতে পারেন এডার মিলিতাও।
বেনজেমা বনাম লাপোর্ত-দিয়াস
চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৯ গোল করেছেন বেনজেমা। এর মধ্যে চ্যাম্পিয়নস লীগে ৯ ম্যাচে করেছেন ১২ গোল। শেষ ষোলোতে পিএসজি ও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির মাঠে হ্যাটট্রিক করে ব্যবধান গড়ে দেন তিনি। গোল করেছেন কোয়ার্টারের দ্বিতীয় লেগেও। রিয়ালের গোলমেশিনকে আটকে রাখাটাই হবে সিটির এমেরিক লাপোর্তে-রুবেন দিয়াস জুটির মূল চ্যালেঞ্জ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments