মোহাম্মদ আবদুল্লাহ: ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটির অন্যতম সদস্য ও মুক্তি রেডিও লিসেনার্স ক্লাব, সেনেরহুদা (উথলী বাজার) চুয়াডাংগা এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সেনেরহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক হায়দারুল ইসলামের মৃত্যুতে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার দুঃখ ও শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি হায়দারুল ইসলামের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রখ্যাত এই বেতার শ্রোতা ও ডি এক্সারের মৃত্যুতে আরো শোক ও দুঃখ প্রকাশ করেছেন, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক সংবাদদাতা আকবার হায়দার কিরন, ন্যাশন্যাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটি খুলনার সভাপতি মুনীর আহমেদ ও সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, বিএনএনসিআর এর প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, ভিওএ ফ্যান ক্লাব বিজয়করা, কুমিল্লার সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, ভয়েস অব ডিএক্সিং এর প্রকৌশলী মন্জুরুল আলম রিপন, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দিদারুল ইকবাল, গ্লোবাল রেডিও ক্লাব আলমডাংগা, চুুয়াডাংগার সভাপতি আশরাফুল ইসলাম,শাপলা শর্টওয়েভ রেডিও ক্লাব, ভুরুংগামারী কুড়িগ্রামের সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার, গ্লোবাল রেডিও ক্লাব রাজশাহীর সভাপতি সালাউদ্দিন ডলার, ও টাইনি রেডিও লিসেনার্স ক্লাব বহলবাড়ীয়া কুষ্টিয়ার সভাপতি মখলেছুর রহমান, এবং ইন্টারন্যাশনাল লিসেনার্স ক্লাব ঘোড়ামারা রাজশাহীর সভাপতি প্রফেসর এ,ই,এম আবদুল্লাহ।
উল্লেখ্য হায়দারুল ইসলাম গত ২৩ অক্টোবর, ২০২০ তারিখে চুয়াডাঙ্গার সেনেরহুদা (উথলী বাজার) এ ইন্তেকাল করেন।এদিনই সেনেরহুদা ঈদগাহে জানাজা শেষে জান্নাতুল খাদরা কবরস্থানে দাফন করা হয়।