Sunday, September 24, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAবেগম জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সামনে...

বেগম জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির মানব বন্ধন, মার্কিন প্রশসনের হস্তক্ষেপ কামনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিদেশে সুচিকিৎসা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপির্টমেন্টের সম্মুখে বিশাল সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন মঙ্গলবার ‘কনসার্ন সিটিজেন্স অব বাংলাদেশী আমেরিকান্স’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেট থেকে বিএনপি নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্তে মুক্তি সহ তার উন্নত চিকিৎসার্থে বিদেশ গমনের ব্যবস্থাকল্পে মার্কিন প্রশসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিক্ষোভে অংশ নেয়া নেতা-কর্মীরা জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্টেট থেকে আগত বিএনপি নেতা-কর্মীরা কন্সটিটিউশন এভিনিউর সামনে মানব বন্ধনে অংশ নেন। এসময় তারা ব্যানার, পোস্টার, প্ল্যা কার্ড হাতে নিয়ে রিলিজ খালেদা জিয়া, ফ্রী ডেমোক্রেসি ইন বাংলাদেশ সহ সরকার বিরোধী নানা শ্লোগানে মুখর করে তুলে হ্যারি এস ট্রু ম্যান বিল্ডিং খ্যাত স্টেট ডিপার্টমেন্ট ভবন প্রাঙ্গণ। স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ শেষে কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদের নেতৃত্বে বিএনপি নেতারা কর্তব্যরত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।


নিউইয়র্ক থেকে স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ ও বিএনপি নেতা গোলাম ফারুক শাহীনের নেতৃত্বে এক বাস নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক ভাপপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ বশীর, মার্শাল মুরাদ সহ অন্যান্য নেতা কর্র্মীরা নিজস্ব প্রাইভেটকার যোগে সমাবেশে যোগ দেন।
নিউইয়র্ক থেকে বিএনপি নেতাদের মধ্যে আরও ছিলেন আলহাজ্ব বাবরউদ্দিন, মাহফুজুল মাওলা নান্নু, ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক, পারভেজ সাজ্জাদ, আহবাব হোসেন, শাহাদাত হোসেন রাজু, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, ভিপি জসিম উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, শহিদুল হক সিকদার, বদরুল হক আজাদ, মাকসুদ চৌধুরী, আবু তাহের, হাবিবুর রহমান সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, এমলাক হোসেন ফয়সল, নিরা রাব্বানী, দেওয়ান কাউসার, আনিছুর রহমান, আশরাফ হোসেন, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, কাজী আসাদুল্লাহ, কামরুল হাসান, খলকুর রহমান, নাসিম আহমেদ, ডিউক, জহির উদ্দিন, আমানত হোসেন, গোলাম হোসেন, খোরশেদ আলম, মো. আজিজুর রহমান প্রমুখ।

ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, সেক্রেটারি জাকির হোসেন, সহ-সভাপতি শাহাদৎ সোহরাওয়ার্দি, মজনু মিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ সালেহ পরশ, নিউজার্সি বিএনপির তৌফিকুল আম্বিয়া টিপুু, কাওসার আহমেদ সহ ভার্জিনিয়া, ম্যারিলেন্ড সহ অন্যান্য স্টেট থেকেও বিএনপি নেতা-কর্মীরা সমাবেশ যোগ দেন।
এ সময় বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণের দাবি জানিয়ে বলেন, এক প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে বেগম জিয়ার জীবন। তার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন। সমাবেশ থেকে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিদেশে সুচিকিৎসা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments