Saturday, July 27, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAবেইজিং শীতকালীন অলিম্পিক: মার্কিন বয়কটের পাল্টা প্রতিশোধ নেবে চীন

বেইজিং শীতকালীন অলিম্পিক: মার্কিন বয়কটের পাল্টা প্রতিশোধ নেবে চীন

চীনে আয়োজিত হতে চলা শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন সিদ্ধান্তের চরম নিন্দা জানিয়েছে চীন। একইসঙ্গে পাল্টা প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছে দেশটি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা জবাব দিতে চীন সংকল্পবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লিজিয়ান।

এর আগে চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ জানিয়ে ২০২২ সালের শীতকালীন বেইজিং অলিম্পিক ‘কূটনৈতিকভাবে বর্জনের’ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ওই গেমসে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তাকে পাঠানো হবে না। তবে এতে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নিতে পারবেন এবং তাদের প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে। সোমবার বর্জনের বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পসাকি। তার দাবি, শিনজিয়াংয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতা চালাচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments