Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকবৃদ্ধের এক পা কাটতে গিয়ে কাটা হলো অন্য পা, সার্জনকে জরিমানা

বৃদ্ধের এক পা কাটতে গিয়ে কাটা হলো অন্য পা, সার্জনকে জরিমানা

ভয়ংকর এক ঘটনা ঘটেছে অস্ট্রিয়ায়। অপারেশনের সময় ভুল করে বৃদ্ধের এক পা কাটতে গিয়ে আরেক পা কেটে ফেলেছে চিকিৎসক। আর এই কারণে ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো ডলার জরিমানা করেছে অস্ট্রিয়া কোর্ট।

চলতি বছরের ১৮ মে অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এক ৮২ বছর বয়সী রোগীর বাম পা কাটা কাটার পরিবর্তে ডান পা কাটা হয়েছে। জটিল অসুস্থতার কারণে ওই বৃদ্ধের বাম পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ওই সার্জন ‍ভুল করে তার ডান পা কেটে ফেলেন। অপারেশনের দুদিন পর ড্রেসিং করার সময় বিষয়টি বুঝতে পারেন ওই চিকিৎসক।

অস্ট্রিয়ার গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, অপারেশনের আগে ওই বৃদ্ধাকে কোন পা কাটা হবে সে সম্পর্কে নিশ্চিত করতে বলা হয় কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

এ ঘটনা পর ফ্রেইস্টাডট ক্লিনিকের পরিচালক জনগণের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন।

ওই ঘটনার পর বৃদ্ধার মানসিক সমর্থনের জন্য  তাকে সাইকোলজিকাল সাপোর্ট দেওয়া হয়েছে, সেই সাথে তার যে পায়ে সমস্যা ছিলো অর্থাৎ বাম পা কেটে ফেলা হয়েছে।  এ ঘটনার পর ওই চিকিৎসককে জরিমানা করা হলে তিনি বলেন, তার এই কাজ ‘মানবিক ভুল’। তবে তিনি বলেন, এই ভুল তার একার না, পুরো টিমের ভুল।

অস্ট্রিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, বুধবার ওই চিকিৎসককে রোগীর ওপর অবহেলার অভিযোগে জরিমানা করেছে কোর্ট। 

এদিকে ওই ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের স্বজনকে ৫ হাজার ইউরো ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments