Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনবৃদ্ধাশ্রমে মারা গেলেন কালজয়ী অভিনেত্রী ভার্জিনিয়া

বৃদ্ধাশ্রমে মারা গেলেন কালজয়ী অভিনেত্রী ভার্জিনিয়া

কালজয়ী হলিউড অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন আর নেই। ১৮ই আগস্ট জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে ৯৭ বছর বয়সে মৃত্যু হয় এ অভিনেত্রীর। খবরটি তিন দিন পর নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম। জানা যায়, ‘ইট’স এ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ইট’স এ ওয়ান্ডারফুল লাইফ ছাড়াও ভার্জিনিয়া প্যাটন অভিনয় করেছিলেন, থ্যাংক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) ও দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) সিনেমায় অভিনয় করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments