Friday, June 9, 2023
spot_img
Homeখেলাধুলাবৃটেনের ‘অ্যাসাইলাম নীতি’র সমালোচনা করে বিবিসি’র চাকরি হারালেন লিনেকার, ইংলিশ ফুটবলে তোলপাড়

বৃটেনের ‘অ্যাসাইলাম নীতি’র সমালোচনা করে বিবিসি’র চাকরি হারালেন লিনেকার, ইংলিশ ফুটবলে তোলপাড়

১৯৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার বিবিসির সবচেয়ে পুরনো ক্রীড়া সঞ্চালক। যিনি ১৯৯০ সাল থেকে ফুটবলে বিবিসি’র হয়ে ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা করে আসছেন। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিবিসি। কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একটি স্ট্যাটাস। সম্প্রতি বৃটেন সরকারের নতুন অ্যাসাইলাম নীতি নিয়ে টুইটারে নিজের মত প্রকাশ করেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। যেখানে এ নীতির সরাসরি বিরোধীতা করেন বিবিসির এই সঞ্চালক। এ বিষয়টিকে বিবিসি দেখছে তাদের নির্দেশিকা ভঙ্গ হিসেবে। বিবিসি বলছে, যতদিন না সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে তার স্পষ্ট অবস্থান জানা যাবে ততদিন পর্যন্ত লিনেকার ’ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান সঞ্চালনা করতে পারবেন না। তবে এর পরই বেধেছে বিপত্তি। লিনেকারের জায়গায় অন্য কেউ সে অনুষ্ঠান সঞ্চালনা করতে রাজি হচ্ছেন না।

শুক্রবার ম্যাচ শেষে অপর সাবেক ফুটবলার ইয়ান রাইট ও অ্যালান শিয়েরার কেউই এ অনুষ্ঠান করেননি।  লিনেকারের পোস্টের প্রতি সমর্থন না জানালেও কোচ, খেলোয়াড়রা বিবিসির সিদ্ধান্তও মেনে নিতে পারেননি। এখন এমন অবস্থা হয়েছে লিনেকারের বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত ’ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের অচলাবস্থা কাটছে না। এদিকে লিনেকারের পোস্টকে ভুল বললেও বিবিসিও একজনকে স্বাধীন মতামতের জন্য চাকুরিচ্যুত করতে পারে না বলে মনে করেন প্রবীণ বৃটিশ সাংবাদিক জেরেমি ক্লার্কসন। তবে বিবিসি বলছে ’আমরা বলিনি যে, গ্যারির নিজস্ব মতামত থাকতে পারবে না, আমরা বলেছি যে, কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক বিতর্কে পক্ষ নেয়া থেকে যেন বিরত থাকে। ’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments