সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। বার্সালোনা দলের দুই কিংবদন্তী।এক যুগের বেশিরও সময় ধরে এই দুই স্প্যানিশ তারকা বার্সার সব উত্থান-পতনের সাক্ষী।তাদের হাত ধরেই কাতালান ক্লাবটি জিতেছে অসংখ্য ট্রফি।বার্সার সোনালী প্রজন্মের এই দুই সেনানী আগেই জানিয়েছিলেন দীর্ঘ এই পথচলার ইতি টানতে যাচ্ছেন।ফুটবল ক্যারিয়ারে পুরোটা জুড়ে থাকা ‘ক্যাম্প ন্যু’কে বিদায় বলবেন লা লীগার চলতি মৌসুম শেষেই।
অন্যদিকে সংস্কারের কাজে কিছু দিনের বন্ধ হতে যাওয়া হোমগ্রাউন্ড কাম্প ন্যুতে গতকালই বার্সেলোনার শেষ ম্যাচ।সব মিলিয়ে মায়োর্কাকে বিপক্ষে গতকাল লা লিগা চ্যাম্পিয়ন বার্সার আপাত গুরুত্বহীন ম্যাচটি পেয়েছিল ভিন্ন মাত্রা।
ক্লাবের দুই সেরা তারকার বিদায় জয় দিয়েই রাঙিয়েছে বার্সা।রোববার ১০ জনের মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। প্রথমার্ধে আনসু ফাতি জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পান গাভি।
তবে জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচের সব থেকে আইকনিক মুহূর্ত ছিল আলবা ও বুসকেটসের ভালাবাসায় আর অভিবাদনে সিক্ত হয়ে মাঠ ছাড়ার দূৃশ্য।ম্যাচের শেষদিকে সতীর্থ, প্রতিপক্ষ আর প্রায় ৯০ হাজার দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে ছাড়েন এই দুই গ্রেট।
৩৭ ম্যাচে ২৮ জয় ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৮। ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে মায়োর্কা।