Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকবুরকিনা ফাসোতে সামরিক শাসনের মেয়াদ বাড়ল ৫ বছর

বুরকিনা ফাসোতে সামরিক শাসনের মেয়াদ বাড়ল ৫ বছর

বুরকিনা ফাসোতে সামরিক শাসনের মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে। জুলাই থেকে আরও ৫ বছর পর তারা গণতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নতুন এক অনুমোদিত সনদে এ কথা বলা হয়েছে। এ নিয়ে আলোচনা হয়েছে শনিবার। এরপর জাতীয় সংলাপ বিষয়ক কমিটির চেয়ারম্যান কর্নেল মুসা দিয়ালো বলেছেন, আগামী ২রা জুলাই থেকে ৬০ মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময় বাড়ানো হয়েছে। শনিবার শুরু হওয়া দু’দিনের জাতীয় সংলাপের প্রথম দিনেই এই সনদে স্বাক্ষর করা হয়েছে। বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থান ঘটে ২০২২ সালে। তারপর এ বছরের জুলাই মাসে নির্বাচন করে বেসামরিক শাসন ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। তবে সঙ্গে আরও কথা জুড়ে দিয়েছিল। বলেছিল, এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে।

নতুন সনদে সাক্ষর করেছেন সেনা নেতা ইব্রাহিম ট্রাওরে। এতে বলা হয়, যদি বর্ধিত সময়ের পর নিরাপত্তা পরিস্থিতি অনুমোদন করে তাহলে অন্তর্বর্তী এই শাসন হস্তান্তরের জন্য নির্বাচন হবে। যখন নির্বাচন হবে, তখন তাতে প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারবেন ট্রাওরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments