ঢালিউডে ঈদের আমেজ বহমান। এই ঈদে ৪টি সিনেমা মুক্তি পাচ্ছে। এই ঈদে নায়কদের যেমন লড়াই হবে, তেমনি নায়িকাদের মধ্যে জমবে লড়াই। সেই আভাসই মিলেছে। সময়ের দুই ব্যস্ত নায়িকা শবনম বুবলির এক সিনেমা ও পূজা চেরির দুই সিনেমা মুক্তি পাচ্ছে। সংখ্যায় পূজা এগিয়ে থাকলেও অভিনয় দিয়ে কে এগিয়ে থাকতে সক্ষম হবেন সেটিই এখন দেখার পালা। খোদ নায়িকা দুইজনও হয়তো সে অপেক্ষায় রয়েছেন কার অভিনয় দর্শক বেশি গ্রহণ করবেন। বছর তিনেক আগে নির্মাণ শুরু হয় বুবলি অভিনীত ‘বিদ্রোহী’র। এতে বুবলিকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম ও মৃদুলা এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর জনপ্রিয় এ জুটি হাজির হতে যাচ্ছেন। তাই দর্শকদের বাড়তি আগ্রহ থাকবে ছবিটি দেখার। প্রযোজকের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দের কারণে ‘বিদ্রোহী’ নিয়ে শাকিব খান নীরব ভূমিকায় থাকলেও বুবলি শুরু থেকেই সরব অবস্থানে রয়েছেন। সামাজিক যোগযোগ মাধ্যমে জোরকদমে প্রচার চালাচ্ছেন। কয়েকটি টেলিভিশনেও অংশ নিয়েছেন তিনি। কথা বলছেন সিনেমাটি নিয়ে। এই নায়িকা সম্প্রতি বলেছেন, সিনেমা পুরনো হোক কিংবা নতুন হোক, ভালো হোক কিংবা বেশি ভালো হোক , যাই হোক না কেনো দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে অথবা সিনেমার সঙ্গে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত। এদিকে, শাকিবের সঙ্গে গলুই এবং সিয়ামের সঙ্গে শান সিনেমায় দেখা যাবে পূজা চেরিকে। দু’টি সিনেমা নিয়ে নিয়ে চর্চা হচ্ছে। বিশেষ করে, গলুই-তে প্রথমবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধায় বেশ আলোচনা হচ্ছে পূজাকে নিয়ে। ট্রেলারে শাকিব-পূজা, এই নয়া জটির রসায়ন অনেকেরই মনে ধরেছে। যদিও অল্প বিস্তর সমালোচনা আছে এই সিনেমা নিয়ে। ট্রেলার, পোস্টার আরও মানসস্মত হতে পারতো বলে মন্তব্য সিনেমাপ্রেমীদের। পূজার আরেক সিনেমা ‘শান’ সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। বরাবরের মতো সিয়াম-পূজা জুটির দিকে চোখ থাকবে দর্শকদের। পূজা বলেন, এই ঈদটা আমার জন্য বিশেষ। ঈদের মতো বড় উৎসবে দুই সিনেমা মুক্তি পাওয়া তো বড় ব্যাপার। আমি ভীষণ আশাবাদী দু’টি সিনেমাই দর্শকদের মনে ধরবে।