Thursday, November 30, 2023
spot_img
Homeসাহিত্যবুদ্ধি প্রতিবন্ধি…

বুদ্ধি প্রতিবন্ধি…

পুরুষকে আল্লাহ দিয়েছেন আদেশ
দৃষ্টি কর অবনত।
নারীর বিধান পর্দা ফরজ
ঢাক দেহ অবিরত।।

রূপলাবণ্য সৌন্দর্য শুধুই স্বামীর জন্য
পর পুরুষের জন্য নহে।
বেহায়াপনায় লিপ্ত হলে তুমি নরকবাসী 
হাদিসে এই কথা কহে।।

মরণ যখন ডেকেছিলে তোমায়
ডেকেছিলে প্রভু রক্ষা কর মোরে।
ফিরে পেলে  প্রাণ ভুলে গেলে তুমি
তোমার জীবন দানকারী আল্লারে।।

হাদিসে বলে এক দাইউসের জন্য
চার পুরুষ হবে  জাহান্নামী।
জন্মদাতা পিতা, আপন বড ভাই
বড ছেলে ও প্রাণপ্রিয় স্বামী।।

ধর্ম কর্ম কিছুই বুঝ না
তবুও কর স্বর্গের আশা!
স্বর্গ কি বাবুই পাখি যে তোমার
ঝুড়িঁতে এসে বাধিবে বাসা?

কোরআন-হাদিসের বানী চির অমীয়
চিরদিনই রবে এই ভবে।
তোমার বুঝে আসুক বা নাই আসুক
বিচার একদিন হবেই হবে।।

নিজেকে ভাব মহাজ্ঞানী তুমি
নাই তোমার কোন প্রতিদন্ধী ।
পরকালে যেদিন দেখিবে তুমি
সবচেয়ে বড বুদ্ধি প্রতিবন্ধি।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments