Wednesday, March 22, 2023
spot_img
Homeধর্মবুখারা নগরের ঐতিহাসিক মাদরাসা

বুখারা নগরের ঐতিহাসিক মাদরাসা

পৃথিবীর প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের নগর হিসেবে পরিচিত উজবেকিস্তানের বুখারা নগর। বিশেষ করে ইসলামী সভ্যতা-সংস্কৃতি ও শিক্ষা-গবেষণার প্রাণকেন্দ্র হিসেবেও পৃথিবীব্যাপী সমাদৃত বুখারা নগরী। হাদিসশাস্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচিত গ্রন্থ ‘সহিহুল বুখারি’র রচয়িতা ইমাম মুহাম্মাদ বিন ইসমাইল (রহ.)সহ অগণিত আলেম, বিজ্ঞানী ও গবেষকের পদচারণে মুখরিত ছিল বুখারা নগর। এখানকার ৪৫.৬ মিটার উচ্চতাবিশিষ্ট কালয়ান মসজিদের মিনারটি মধ্য এশিয়ার সর্বোচ্চ মিনার হিসেবে স্বীকৃত।

কানাখানিক সম্রাট মুহাম্মাদ আরসালান খান কর্তৃক ১১২৭ খ্রিস্টাব্দে নির্মিত। তা ছাড়া এই মসজিদের পাশে আছে ১৬ শতাব্দীতে প্রতিষ্ঠিত বিখ্যাত ধর্মীয় শিক্ষাকেন্দ্র মিরে আরব মাদরাসা, যা আজও ইসলামী শিক্ষা বিস্তার করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments