বিয়ের পর ভিকি কৌশল কাজে ফিরেছেন আগেই, এবার ক্যাটরিনা কাইফকেও দেখা গেল সিনেমার শুটিং সেটে। বৃহস্পতিবার ইন্সটাগ্রামের বেশ কয়েকটি ফ্যান পেইজে এই বলিউড অভিনেত্রীর কাজে ফেরার ছবি এসেছে। একটি সিনেমার সেটে তাকে দেখা গেছে নির্মাতা শ্রীরাম রাঘবনের সাথে কথা বলতে। গত ৯ ডিসেম্বর রাজস্থানের চতুর্দশ শতকের এক রাজপ্রাসাদে রাজসিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। মালদ্বীপে মধুচন্দ্রিমা সেরে ১৪ ডিসেম্বর তারা মুম্বইয়ে ফেরেন। অভিনেতা ভিকি কৌশল কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে কাজে ফেরার ইঙ্গিত দেন। এবার ক্যাটরিনাও ফিরলেন ফিল্মি ব্যস্ততায়। ক্যাটরিনাকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে ‘সুর্যবংশী’ সিনেমায়।মুক্তি পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে ১০০ কোটি রুপির ঘর পেরিয়ে যায় সিনেমাটি। ক্যাটরিনার দুটি চলচ্চিত্রের শুটিং চলছে এখন। এর মধ্যে ‘মেরি ক্রিসমাস’ এর পরিচালক শ্রীরাম রাঘবন। আর সালমান খানের সাথে চলছে ‘টাইগার জিন্দা হ্যায় ৩’ এর কাজ।