Wednesday, March 22, 2023
spot_img
Homeবিনোদনবিড়ালের সঙ্গে ছবি দিয়ে নোবেল বললেন ‘বাপ-বেটা’

বিড়ালের সঙ্গে ছবি দিয়ে নোবেল বললেন ‘বাপ-বেটা’

নোবেল গান দিয়ে আলোচনায় এসেছিলেন; কিন্তু নিজেকে জিইয়ে রেখেছিলেন সমালোচনা দিয়ে। দুই বাংলার শীর্ষ সংগীতজ্ঞরা নোবেলকে যেমন মেধাবী আখ্যা দিয়েছিলেন তেমনি অনেকেই বেয়াদবও বলেছেন। এসবের মাঝেই নোবেল উধাও হয়ে যান, মাঝেমধ্যে ফেরেন, সোশ্যাল সাইটে। জন্ম দেন নতুন বিতর্কের।

এবার একটি বিড়ালকে নিজের সন্তান হিসেবে নেটিজেনদের নিকট পরিচয় করিয়ে দিয়ে আলোচনা-সমালোচনার কবলে রয়েছেন।

রবিবার নিজের ফেসবুকে একটি বিড়ালের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন―‘বাপ, বেটা, পদ্মা সেতু আর এত এত চুম্বন। ’ 

ছবির পেছনে আবছাভাবে দৃশ্যমান পদ্মা সেতু। মূলত মাওয়া বেড়াতে গিয়েই এই ছবি তুলেছেন নোবেল। আর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠে গেছে।

ইউসুফ নামের একজন মন্তব্য করেছেন, ‘আমি পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার। এরা সকলেই মানসিক রোগী এবং এরা সবাই এখন পলাতক রয়েছে।
আমি খুবই দুঃখিত আমার গাফিলতির কারণে আপনাদের এই রকম পোস্ট দেখতে হচ্ছে। ‘

এ রকম অনেক কটাক্ষ মন্তব্যে ভরে গেছে নোবেলের ফেসবুক পোস্ট। কিন্তু এ বিষয়ে নোবেলের কোনো প্রতিক্রিয়া ছিল না।

ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়ালিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। বিতর্ক ছড়িয়ে নোবেল কিছুদিন আগেও লিখেছেন, ‘তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো। ‘

নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সংগীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments