ভেসে যাই আরেকবার নতজানু ছায়ার কাছে,
ওই তো পড়ে আছে অল্প বয়সী রোদ্দুর!
ডেকে নেয় পুরনো কাপড়ের গন্ধ,
ছিটেফোঁটা আমৃত শৈশব, সংরু ঘাসের সর্বাঙ্গ
অতীত, ভবিষ্যৎ কর্মদণ্ডের ফাঁকে।
দুর্লভ ব্যথার রেখাচিত্রে ছড়িয়ে কার ছবি!
দুই পথের ধারে বুনো হর্ষের গন্ধ, বুনো ফুল
গেরস্ত বাড়ির অদেখা আগাছায় অক্ষুণ্ন।
লুকানো এক টুকরো হাসি, ঝোলাই পুরে চাঁদ;
দ্বীপান্তরে পরিযায়ী পাখিদের অবশিষ্ট প্রসাদ।
সবিস্ময়ে ইঁদুরের গর্তে খানিকটা জমা ধান,
অনন্ত অচেনা দিগন্তে তারা হয়ে ফুটে।
জন্ম ১ অগাস্ট। পেশা: ফ্রিল্যান্সিং আর রিসার্চার। প্রকাশিত গ্রন্থ : ‘ধূলির ছায়ায় অবসর’, ‘যে পাতার শেকড় নেই’। প্রবন্ধ, ছোট গল্প ও উপন্যাসও লিখেন।