চীনা কম্পানি টেনসেন্ট তাদের ফ্ল্যাগশিপ মোবাইল গেম ‘অনার অব কিংস’ বিশ্ব বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। তবে চীনে আগে থেকেই গেমটি খেলা যায়। মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেমটি বিশ্ব বাজারে ছাড়ার অন্যতম কারণ চীনের কঠোর আইন। গত বছরের জুন থেকে এখন পর্যন্ত টেনসেন্টকে নতুন গেম বাজারে আনার লাইসেন্স দেয়নি চীন সরকার।
মঙ্গলবার ৬০টি গেম এক ধাপে লাইসেন্স পেলেও বাদ পড়ে টেনসেন্ট। অথচ শেনজেনভিত্তিক টেনসেন্ট বিশ্বের সবচেয়ে বড় মোবাইল গেম নির্মাতা কম্পানি। আর্থিকভাবে লাভজনক হওয়া গেমটি চীনে মুক্তি পায় ২০১৫ সালে। ২০১৬ সালে ‘অনার অব কিং’ গেমটির আন্তর্জাতিক সংস্করণ বের করে টেনসেন্ট। নাম দেয় ‘এরিনা অব ভেলর’। তবে তা সাফল্য পায়নি। এবার মূল গেমটি বাজারে আনবে টেনসেন্টের সিঙ্গাপুরভিত্তিক ব্র্যান্ড ‘ইনফিনিট’। ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’ জানায়, ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গেমটির মোট আয় ১ হাজার কোটি ডলার।
সূত্র : সিএনএ