Monday, March 27, 2023
spot_img
Homeখেলাধুলাবিশ্ব জয়ের ছবি পোস্ট করে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

বিশ্ব জয়ের ছবি পোস্ট করে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কে না চাইতেন ফুটবল জাদুকরের হাতে উঠুক একটি বিশ্বকাপ! ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসিয়ে শিরোপা জিতেছেন মেসি। বিশ্বজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসির সেই পোস্ট নেটিজেনরা এতটাই পছন্দ করেছেন যে, তাতে ভেঙে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।   ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ইনস্টাগ্রামে নির্দিষ্ট কোনো পোস্টে সবচেয়ে বেশি লাইক প্রাপ্তিতে রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। গতকাল পর্যন্ত মেসির পোস্টে ‘লাইক’ দিয়েছেন সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ। বিশ্বকাপ শুরুর আগে একটি ছবি পোস্ট করে সর্বোচ্চ লাইক প্রাপ্তির রেকর্ড গড়েছিলেন রোনালদো। মেসির সঙ্গে ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা ছবিটিতে লাইক পড়েছিল প্রায় ৪ কোটি ২০ লাখ। ছবিটিতে দেখা যায়, দাবা খেলায় মুখোমুখি বসে আছেন রোনালদো ও মেসি। দুজনই চিন্তা করছেন পরবর্তী চালের।

সেই দাবার লড়াইটা অবশ্য কোনো দাবার বোর্ডে ছিল না; বরং দাবার বোর্ডের আদলে বানানো একটি স্যুটকেসের উপর। ২০২১ সালে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেবারও লিওনেল মেসির ইনস্টাগ্রাম পোস্ট রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছিল। সেসময় কোপার ট্রফি হাতে মেসির ছবিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ২ কোটিরও বেশি মানুষ পছন্দ করেছিলেন। তার আগে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রয়াণ দিবসে তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রোনালদো। যাতে ১ কোটি ৯৮ লক্ষ লাইক পড়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments