Friday, June 9, 2023
spot_img
Homeধর্মবিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেলেন সাদ অনুসারীরা

বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেলেন সাদ অনুসারীরা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম চালানোর জন্য ময়দানের দায়িত্ব বুঝে পেলেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দানের মাইক, লাইট, শামিয়ানার চটসহ যাবতীয় মালামাল বুঝিয়ে দেন আলমি শূরার মুরব্বিরা।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম, আলমি শূরার মুরব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন, প্রকৌশলী মাহফুজ হান্নান, নাদিম মাহমুদ, মামুন হাসেমী, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম। এদিকে সাদ অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ, ডা. মো. আব্দুস সালাম, রেজাউল করিম, প্রকৌশলী নূর মোহাম্মদ, মোহাম্মদ সায়েম, মিজানুর রহমান, হাজী মো. মনির হোসেন প্রমুখ।

এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই প্রথমপর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। প্রথমপর্বের আয়োজক কমিটির মুরব্বিদের কাছ থেকে ময়দানের যাবতীয় সবকিছু বুঝে নিয়ে দ্বিতীয়পর্বের মুরব্বিদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য গাজীপুর জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ময়দানের সামান্য কিছু ত্রুটি ব্যতীত সবকিছু ঠিকঠাক মতো পেয়েছি। মঙ্গলবার রাতে কাকরাইল ও নিজামুদ্দিন মারকায থেকে আগত মুরব্বিরা ময়দানে আসবেন। বিভিন্ন জেলা থেকেও নজমের সাথিরা ময়দানে আসছেন। বুধবার থেকে বিভিন্ন নজমের দায়িত্বপ্রাপ্ত সাথিদের সঙ্গে মুরব্বিরা হেদায়েতের কথা বলবেন। ইনশাআল্লাহ, বুধবার রাত থেকে সারা দেশের সাধারণ মুসল্লিরা ময়দানে জমায়েত হবেন। বৃহস্পতিবার আসরের পরে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি প্রকৌশলী শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, ময়দানের সবকিছু বুঝে পেয়েছি। যেটুকু অগোছালো আছে সেগুলো দুই-এক দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। শুক্রবার থেকে ময়দানে বিশ্ব ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে টঙ্গী ময়দানে শুরু হচ্ছে ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের বিশ্ব ইজতেমা। আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments