Tuesday, May 30, 2023
spot_img
Homeবিচিত্রবিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী টানা ষষ্ঠবারের মতো এই খেতাব জুটেছে দেশটির ভাগ্যে। গ্যালাপ ওয়ার্ল্ড পোল থেকে জীবনমান মূল্যায়ন ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে। এতে ফিনল্যান্ডের প্রতিবেশী ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে ভাল স্কোর করেছে সব সূচকে। এর মধ্য আছে সুস্থ জীবনের প্রত্যাশা, মাথাপিছু জাতীয় প্রবৃদ্ধি, সামাজিক সাপোর্ট, কম দুর্নীতি, সম্প্রদায়ের মধ্যে উদারতা, যেখানে মানুষ একে অন্যের মূল্যায়ন করে এবং আছে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এই তালিকায় গত বছর ৯ নম্বর অবস্থানে ছিল ইসরাইল। তারা সেখান থেকে উঠে এসেছে ৪ নম্বরে। নেদারল্যান্ড আছে ৫ নম্বরে। সুইজারল্যান্ড ৮ নম্বরে।

লুক্সেমবার্গ ৯ নম্বরে এবং নিউজিল্যান্ড আছে ১০ নম্বরে। এর পরে আছে অস্ট্রেলিয়া (১২), কানাডা (১৩), আয়ারল্যান্ড (১৪), যুক্তরাষ্ট্র (১৫) এবং বৃটেন (১৯)। শীর্ষ ২০ দেশের তালিকায় এবার উঠে এসেছে নতুন একটি দেশ। এর নাম লিথুয়ানিয়া। বাল্টিক এই দেশটি ২০১৭ সালে ছিল এই তালিকার ৫২ নম্বরে। সেখান থেকে এখন তারা ২০ নম্বরে। বাল্টিক অন্য দেশগুলোর মধ্যে এস্তোনিয়া (৩১) এবং লাতভিয়ারও ক্রম উন্নতি ঘটেছে। তবে ২০ নম্বর অবস্থান থেকে পিছলে পড়েছে ফ্রান্স। তাদের অবস্থান এখন ২১ নম্বরে। আফগানিস্তান আছে ১৩৭ নম্বরে। লেবানন ১৩৬ নম্বরে। এই তালিকায় রাশিয়ার অবস্থান ৭০ নম্বরে। ইউক্রেন অবস্থান করছে ৯২ নম্বরে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments