Wednesday, April 17, 2024
spot_img
Homeধর্মবিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বীর সংখ্যা

বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বীর সংখ্যা

বিশ্ব গত কয়েক দশকে ক্রমান্বয়ে সেক্যুলার হয়ে উঠেছে। তবে ধর্ম অনেক মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং বিশ্বের জনসংখ্যার ৮৪ শতাংশ কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত।

দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে শীর্ষে আছে ইসলাম। বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৮০ কোটি থেকে বেড়ে ২০৬০ সালে ৩০০ কোটিতে উন্নীত হবে।

পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) তথ্যের সাহায্যে বিশ্বব্যাপী প্রধান প্রধান ধর্মের মানচিত্র প্রকাশ ধরেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ওয়েবসাইট  (www.visualcapitalist.com)।

বিশ্বজুড়ে ধর্মের সঠিক সংখ্যা নির্ধারণ করা একটি কঠিন কাজ। যারা তাদের মতবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত নয়, তাদের জন্য অনেক ধর্মকে চিহ্নিত করা বা আলাদা করা কঠিন হতে পারে।

পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ধর্মগুলোকে সাতটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছে। এর মধ্যে প্রধান ধর্ম পাঁচটি—খ্রিস্ট ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু ও ইহুদি ধর্ম।

বিশ্বের জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ খ্রিস্টান, প্রায় কাছাকাছি ইসলাম ধর্মের অনুসারী ২৫ শতাংশ। প্রধান ধর্মের মধ্যে ইহুদিদের জনসংখ্যা সবচেয়ে কম, বিশ্বের মাত্র .২ শতাংশ।

অঞ্চল হিসেবে খ্রিস্টান উত্তর আমেরিকায় ৭৪.৬ শতাংশ, ল্যাটিন আমেরিকায় ৮৯.৭ শতাংশ, ইউরোপে ৭২.২ শতাংশ, সাব-সাহারা অঞ্চলে ৬২ শতাংশ, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৭.২ শতাংশ এবং মধ্যপ্রাচ্যে ৩.৬ শতাংশ।

অঞ্চল হিসেবে মুসলিম জনসংখ্যা সর্বোচ্চ ৯৩.১ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে, সাব-সাহারা আফ্রিকান অঞ্চলে ৩১.৪ শতাংশ, এশিয়া প্যাসিফিকে ২৫.৭ শতাংশ, ইউরোপে ৬.৮ শতাংশ এবং উত্তর আমেরিকায় ১.৩ শতাংশ।

হিন্দু এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সর্বোচ্চ ২৬ শতাংশ। এ ছাড়া উত্তর আমেরিকায় .৮, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে .৬, ইউরোপ ও সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে .২ ও ল্যাটিন আমেরিকায় মাত্র .১ শতাংশ।

বৌদ্ধ ধর্ম এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ১১.৩ শতাংশ, উত্তর আমেরিকায় ১.২ শতাংশ, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে .২ শতাংশ এবং ল্যাটিন আমেরিকা ও সাব-সাহারা অঞ্চলে মাত্র .১ শতাংশ।

ইহুদি ধর্মানুসারী মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা অঞ্চলে সর্বাধিক ১.৬ শতাংশ, ইউরোপে .২ শতাংশ এবং এশিয়া-প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা-ক্যারিবিয়া এবং সাব-সাহারা অঞ্চলে মাত্র ১ শতাংশ করে।

মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ধর্ম ইসলামের অনুসারী ৯৫ শতাংশেরও বেশি। একই সমান কম্বোডিয়ান ও থাই বৌদ্ধধর্ম অনুসরণ করে।

বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টান, প্রায় ২৪০ কোটি মানুষ এ ধর্ম পালন করে। ২৫ কোটি ৩০ লাখ খ্রিস্টান জনসংখ্যাসহ মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিকসংখ্যক খ্রিস্টান অনুসারীর বাস করে।

১৪.২ শতাংশ মুসলিম ভারতে বসবাস করে। ফলে ইন্দোনেশিয়ার পর দেশটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার অন্যতম।

এ ছাড়া ইসলাম বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম। মুসলমানদের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে ১৮০ কোটি থেকে ২০৬০ সালে প্রায় ৩০০ কোটিতে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে।

সব ইহুদিদের চার-পঞ্চমাংশেরও বেশি মাত্র দুটি দেশে বাস করে : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইল একমাত্র দেশ, যেখানে ইহুদি সংখ্যাগরিষ্ঠ, জনসংখ্যার ৭৬ শতাংশ ইহুদি ধর্ম অনুশীলন করে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া বিশ্বব্যাপী ইহুদি জনসংখ্যার বৃহত্তম অবশিষ্ট অংশ কানাডায় (দেশের জনসংখ্যার প্রায় ৩ শতাংশ), ফ্রান্স (২ শতাংশ), যুক্তরাজ্য (২ শতাংশ), জার্মানি (২ শতাংশ), রাশিয়া (২ শতাংশ) এবং আর্জেন্টিনা (১ থেকে ২ শতাংশ)।

ধর্মীয়ভাবে অসংলগ্ন জনসংখ্যার মধ্যে রয়েছে নাস্তিক, অজ্ঞেয়বাদী ও এমন ব্যক্তিরা, যারা কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে পরিচিত নয়। চীনা জনসংখ্যার ৭২ কোটি নিজেদের ধর্মীয়ভাবে অসংলগ্ন বলে মনে করে, আর ৭৮ শতাংশ চেক একইভাবে মনে করে।

লক্ষণীয় যে ধর্মীয়ভাবে অসংলগ্ন অনেকের কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস আছে।

হিন্দুধর্ম বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ধর্ম। বিশ্বব্যাপী প্রায় ১২০ কোটি হিন্দু আছে। তবে হিন্দুধর্ম শুধু তিনটি দেশে প্রভাবশালী ধর্ম। ভারতে ৭৯ শতাংশ, নেপালে ৮০ শতাংশ এবং মরিশাসে ৪৮ শতাংশ।

বিশ্বের অর্ধেক বৌদ্ধ চীনে বসবাস করে। এখনো তারা দেশের জনসংখ্যার মাত্র ১৮ শতাংশ। বিশ্বের বাকি বৌদ্ধদের বেশির ভাগ পূর্ব ও দক্ষিণ এশিয়ায় বাস করে, যার মধ্যে ১৩ শতাংশ থাইল্যান্ডে (যেখানে জনসংখ্যার ৯৩ শতাংশ বৌদ্ধ)।

লোকধর্ম হলো, কোনো জাতিগত বা সাংস্কৃতিক ধর্মীয় রীতি, যা সংগঠিত ধর্মের মতবাদের বাইরে পড়ে। জনপ্রিয় বিশ্বাসের ওপর ভিত্তি করে এ ধর্ম চলে এবং কখনো কখনো এটাকে জনপ্রিয় বা স্থানীয় ধর্ম বলা হয়। এই শব্দটি বোঝায় যে লোকেরা কিভাবে তাদের দৈনন্দিন জীবনে ধর্মের অভিজ্ঞতা এবং অনুশীলন করে।

২০২০ সালের হিসাবে আনুমানিক ৪২ কোটি ৯০ লাখ মানুষ বা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ লোক বা ঐতিহ্যবাহী ধর্মের অনুসারী ছিল। উল্লেখযোগ্য লোকধর্মের মধ্যে আছে আফ্রিকান ঐতিহ্যবাহী ধর্ম, চীনা লোক ধর্ম, নেটিভ আমেরিকান ধর্ম এবং অস্ট্রেলিয়ান আদিম ধর্ম।

সূত্র : ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট (সংক্ষেপিত)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments