নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক। গত ২৮ মে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বারী পার্টি সেন্টারে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিশ্বনাথ প্রবাসীদের উপস্থিতিতে নয়া কমিটি অভিষিক্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর সভাপতি বদরুল খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র প্রেসিডেন্ট আবদুস শহীদ, সমিতির উপদেষ্টা আলমাস আলী, ছালিক সিকদার, মোহাম্মদ এহিয়া মেন্দী, মখন মিয়া, হাজী মনির আহমেদ প্রমুখ।

সংগঠনের সভাপতি সেবুল খান মাহবুব সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি মো. আবুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুক আহমেদ, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, কার্যকরী সদস্য কবির আহমেদ ফারুক প্রমুখ। প্রবাসী বিশ্বনাথবাসী ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ লুৎফুর রহমান কাসেমী।
নব নির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুবকে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ। এসময় নির্বাচন কমিশনার মখন মিয়া ও হাফিজ লুৎফুর রহমান কাসেমী উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুব।
২০২৩-২০২৫ এর জন্য অভিষিক্তরা হলেন: সভাপতি সেবুল খান মাহবুব, সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক ও মো. আবুল আলম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ এম আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ আলকাস মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত আলী, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুক আহমেদ, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, এবং কার্যকরী সদস্য আব্দুল মনাফ, কবির এ ফারুক, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ, মাসুম আহমেদ ও হীরা মিয়া।

বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের গতিশীল নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে। বক্তারা বিশ্বনাথ প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসে গঠনতান্ত্রিক উপায়ে দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়া গণতন্ত্র চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা নবনির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অভিষিক্ত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা সহ দেশে-প্রবাসে কল্যাণমুখি কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভাপতি সেবুল খান মাহবুব সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি সম্প্রতি গঠিত হয়। সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ১৭ সদস্যের এ নয়া কমিটি।