Tuesday, May 30, 2023
spot_img
Homeখেলাধুলাবিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারালো টাইগাররা। 

আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া ১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেলো বাংলাদেশ। টাইগারদের ইনিংসে সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ বলে ৩ বাউন্ডারিতে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মেহেদী হাসান মিরাজ ১৬ বলে ২ ছক্কায় ২০ রান করেন। এছাড়া তৌহিদ হৃদয় ১৭, লিটন দাস ৯ এবং রনি তালুকদার ৯ রান করেন। শেষে ৩ বলে ২ বাউন্ডারিতে ৮ রান করেন তাসকিন আহমেদ।

শূন্য হাতে ফিরলেন সাকিব

হাতের নাগালে চলে এসেছে ম্যাচ। এমন সময় ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ (২০)। সতীর্থের পথই বেছে নেন সাকিব আল হাসান। ছক্কা হাঁকাতে গিয়ে ক্রিস জর্ডানের তালুবন্দি হন টাইগার অধিনায়ক।

৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সাকিব। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ১০১ রান বাংলাদেশের। জয়ের জন্য এখনও ১৭ রান প্রয়োজন টাইগারদের। 

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজের নান্দনিক ব্যাটিংয়ে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৯৫ রান। সিরিজ জিততে ৩০ বলে ২৩ রান প্রয়োজন বাংলাদেশের। 

থিতু হতে পারলেন না হৃদয়

অল্প রানে ২ উইকেট হারানোর পর দেখেশুনে খেলছিলেন তৌহিদ হৃদয়। তবে দীর্ঘায়িত করতে পারেননি ইনিংস। ১০.২ ওভারে রেহান আহমেদের শিকার হওয়ার আগে ১৮ বলে  ২ বাউন্ডারিতে ১৭ রান করেন তৌহিদ। ১০.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। 

২৭ রানে ২ উইকেট নেই বাংলাদেশের

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জুতসই শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৭ রানে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। লিটন দাস এবং রনি তালুকদার দুজনই ৯ রান করে ফিরলেন। ৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments