Friday, March 24, 2023
spot_img
Homeবিনোদনবিশ্বকাপে যে দলকে শিরোপার দাবিদার বললেন আসিফ

বিশ্বকাপে যে দলকে শিরোপার দাবিদার বললেন আসিফ

চলতি মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। আর এ নিয়ে মাতামাতির শেষ নেই অনুরাগীদের মনে। কেউ বলছে আর্জেন্টিনা, কেউ আবার ব্রাজিল। এবার আগামী বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপার দাবিদার বললেন গায়ক আসিফ আকবার। বলেন, সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার।

বুধবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, ‘আমরা যারা বনেদি ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি।

বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না, এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারও সঙ্গে তর্ক করিও না। ব্রাজিল দি অ্যা টিম হিসেবে খেলে, যে কোনো ব্যক্তিগত ক্যারিশমা এ দলের একটা হালকা উপলক্ষ মাত্র।’

আসিফ বলেন, সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার। এ রকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ। ’

তিনি আরও বলেন, ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না প্লিজ, আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটি আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তাদের মতামত সাগ্রহে মেনে নেব।’

ইতালির অনুপস্থিতি উল্লেখ করে ‘ও প্রিয়া তুমি কোথায়’খ্যাত গায়ক বলেন, বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাসচর্চা করে মন্তব্য করুন। ইতালির মতো স্ট্যান্ডার্ড টিম পেলে ভালো লাগত, তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপটা খালি খালি লাগছে। চলুন খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ―দ্য ফিফা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments