Tuesday, March 28, 2023
spot_img
Homeবিনোদনবিয়ের ৮ মাসে রাখির স্বামী ৩ জনের সঙ্গে পরকীয়ায় জড়ান

বিয়ের ৮ মাসে রাখির স্বামী ৩ জনের সঙ্গে পরকীয়ায় জড়ান

গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। গত মাসেই রাখি ঘোষণা করেন প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে গত মে মাসেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি। ইসলাম ধর্মও গ্রহণ করেছেন অভিনেত্রী। 

শুরুতে রাখির সঙ্গে বিয়ে মানতে চায়নি আদিল। পরে অবশ্য স্ত্রী হিসাবে রাখিকে গ্রহণ করে নেন আদিল। 

তার দিন কয়েকের মধ্যেই ফের বিপর্যয়ের আশঙ্কা। রাখির অভিযোগ, ‘ভীষণ অশান্তিতে আছি, বিয়ে কোনো ছেলেখেলার বিষয় নয়। আমার বিয়ে টিকছে না।  কেন সবাই আমার জীবন নিয়ে এমন করে। আমি কার ক্ষতি করেছি। 

রাখির অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তার বর। রাখি জানান, ৮ মাসের বিয়েতে ৩টি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে আদিল।’ 

এবার মিডিয়ার সামনেই সাবধান করে দেন তার বর ও বরের বান্ধবীকে। সঙ্গে জানিয়ে দেন, এবার আর তিনি চুপ থাকবেন না। সঙ্গে রাখিকে বলতে শোনা যায়, আদিল যদি এই সম্পর্ক শেষ করে ফিরে আসে তার কাছে, তাহলে তিনিও মাফ করতে প্রস্তুত আছেন।

মেয়েটির নাম প্রকাশ না করে রাখি দাবি করেন, এই মেয়েটি তার স্বামীকে ব্ল্যাকমেল করছিল, এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। এই মেয়েটির কারণেই নাকি নিজেদের বিয়ে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments