Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনবিয়ের পর বাসর বিড়ম্বনায় নিলয়-মাহি!

বিয়ের পর বাসর বিড়ম্বনায় নিলয়-মাহি!

ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয়ের পরিবারের। যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি। ফলে কক্ষ সংকটে পড়েন নিলয়।
এদিকে অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু বউকে ঘরে এনে নিলয় পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়।
গল্পটা সিনেমার।
এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।
নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ ‌মজার। এবং এমন ঘটনার বাস্তবতা ব্যাপক। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’

এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজিচালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ-সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments