যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একজন ফেডারেল বিচারক বিমান এবং অন্যান্য গণপরিবহনে বাইডেন সরকারের জারি করা বাধ্যতামূলক মাস্ক পরার বিধান বেআইনি বলে রায় দিয়েছেন। ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ক্যাথরিন কিমবল মিজেল বলেছেন, জাতীয় জনস্বাস্থ্য সংস্থা মাস্ক পরার আদেশ জারি করার ক্ষেত্রে তার আইনি ক্ষমতা অতিক্রম করেছে।
রায়ের পরিপ্রেক্ষিতে মার্কিন পরিবহন কর্তৃপক্ষ বলেছে, তারা এখন আর মাস্ক পরা বলবৎ করবে না।
যুক্তরাষ্ট্রে রোগব্যাধি গবেষণার শীর্ষ প্রতিষ্ঠান ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাত্র গত সপ্তাহে মাস্ক পরার নির্দেশনার মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়েছে।
ক্যাথরিন মিজেল ফ্লোরিডার বিচারক হলেও যেহেতু ফেডারেল আদালতের বিচারক, সেহেতু তিনি দেশব্যাপী সরকারি নীতি আটকে দেওয়ার রায় জারি করতে পারেন। সোমবার দেওয়া তার আদেশটি যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর, ট্রেন, ট্যাক্সি এবং পরিবহন কেন্দ্রে মাস্ক পরার শর্তের অবসান ঘটাবে।
হোয়াইট হাউস এ রায়ে হতাশা প্রকাশ করে মনে করিয়ে দিয়েছে সিডিসি এখনো ভ্রমণকারীদের নাক ও মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছে। সূত্র : বিবিসি।