Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনবিমানবন্দরে থামিয়ে দেয়া হলো শাহরুখ খানকে, ব্যাগে বিলাসী ঘড়ি

বিমানবন্দরে থামিয়ে দেয়া হলো শাহরুখ খানকে, ব্যাগে বিলাসী ঘড়ি

শুক্রবার দিবাগত রাতে মুম্বই বিমানবন্দরে কয়েক ঘন্টার জন্য থামিয়ে দেয়া হয় বলিউড বাদশা বলে খ্যাত অভিনেতা শাহরুখ খানকে। তিনি ও তার সঙ্গীদের ব্যাগে কিছু বিলাসবহুল ঘড়ি থাকার কারণে কাস্টমস বিভাগ তাকে থামিয়ে দেয়। পরে তিনি ৬ লাখ ৮৩ হাজার রুপি কাস্টমস ডিউটি শোধ করেন। এরপরই তাকে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, শারজাতে একটি ইভেন্টে অংশ নিয়ে ফিরছিলেন শাহরুখ। তিনি একটি প্রাইভেজ জেটে করে মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এ অবতরণ করেন। সঙ্গীদের সঙ্গে তিনি টার্মিনাল ত্যাগ করার সময় ব্যাগে ওইসব বিলাসবহুল ঘড়ির সন্ধান মেলে। এরপর শাহরুখ খান ও তার ম্যানেজার কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাধ্য হন। তার সঙ্গে ছিলেন দেহরক্ষীসহ আরও কিছু ব্যক্তি।

তাদেরকে শনিবার সকাল নাগাদ বিমানবন্দর থেকে বের হতে দেয়া হয়। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, শাহরুখ খানের ব্যাগে পাওয়া যায় প্রায় ১৮ লাখ রুপি মূল্যের ৬টি বিলাসবহুল ঘড়ি। উল্লেখ্য, শুক্রবার শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার-২০২২ এ যোগ দিয়েছেন কিং খান। আন্তর্জাতিক সিনেমা ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য সেখানে তাকে গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ এওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments