Saturday, July 27, 2024
spot_img
Homeজাতীয়বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার এক ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে। এটি রাষ্ট্র কাঠামোর জন্য ভালো নয়। আর একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এমন নির্বাচনকে উৎসাহিত করা সম্ভব নয়, সমীচীনও নয়। গতকাল সকালে চট্টগ্রাম নগরের সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার এই সংস্কৃতিকে প্রশ্র?য় দেয়া যাবে না। আমাদের চিন্তা করতে হবে এই পরিস্থিতি থেকে কীভাবে বের হয়ে আসা যায়। ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আসবেন তারা নিশ্চয় বিষয়টি ভেবে দেখবেন। তিনি বলেন, আজ সকালে আমি চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনের চলমান অবস্থা নিয়ে মতবিনিময় করেছি।এখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিএমপি কমিশনার, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিগণ, বিভিন্ন জেলার প্রশাসকগণ ও রিটার্নিং অফিসাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন। সুষ্ঠু-স্বাভাবিক ও সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে আমাদের কি কি অসুবিধা এবং এ পর্যন্ত যা নির্বাচন হয়েছে তার চাইতে কীভাবে আরও ভালো নির্বাচন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের সফলতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একেকজনের একেক রকম অনুভূতি। তবে আমরা তো একসঙ্গে চার সহকর্মী কাজ করেছি। তাই এখানে আমার ব্যক্তিগত মতামত দেয়া উচিত নয়। চট্টগ্রামে বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে আসন্ন চতুর্থ দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments