Sunday, March 26, 2023
spot_img
Homeধর্মবিধি-নিষেধ তুলে নিয়ে পবিত্র হজ আয়োজনের ঘোষণা সৌদির

বিধি-নিষেধ তুলে নিয়ে পবিত্র হজ আয়োজনের ঘোষণা সৌদির

হজযাত্রীর সংখ্যা ও বয়সের বিধি-নিষেধ তুলে নিয়ে আগের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার (৯ জানুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত হজ এক্সপোতে এই ঘোষণা দেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। 

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, ২০২৩ সালে পবিত্র হজে অংশ নিতে করোনাকালের মতো কোনো ধরনের বিধি-নিষেধ থাকবে না। হজযাত্রীদের সংখ্যা ও বয়সসহ সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার কথা জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। 

করোনার আগের বছর ২০১৯ সালে প্রায় ২৫ লাখের বেশি মানুষ পবিত্র হজ পালন করেছেন। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে  কঠোর বিধি-নিষেধ অনুসরণ করে সৌদিতে বসবাসরত সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালে ১৮ থেকে ৬৫ বছর বয়সী করোনবিধি মেনে বিশ্বের ১০ লাখ লোক হজ পালন করেন। 

২০২৩ সালের ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

সূত্র : আরব নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments