মাহবুবা চৌধুরী
কষ্ট আহা হচ্ছেটা কী
পত্রিকাতে হেডিং
দেশ ডুবেছে অন্ধকারে
বাড়ছে যে লোডশেডিং।
পাল্লা দিয়ে বাড়ছে গরম
সঙ্গে ঘুরে মশা
বিশ্রী ঘামে যাচ্ছি ভিজে
হায়রে করুণ দশা।
রাত্রি-দিনে যাচ্ছে ক’বার
রাখছে হিসাব কে বা
উচ্চদামে কারেন্ট কিনে
মিলছে না তো সেবা।
রাত দুপুরে ঘুম ভেঙে যায়
বিজলি হঠাৎ হাওয়া
প্রখর রোদে কারেন্ট-বিহীন
যায় না বসে খাওয়া।
কেউ বলে না আশার কথা
শুধুই হতাশ বাণী
আর কতোকাল মরবে ধুঁকে
ছোট্ট জীবনখানি।