Wednesday, March 22, 2023
spot_img
Homeখেলাধুলা‘বিতর্কিত’ সাকিব দেশের সম্পদ

‘বিতর্কিত’ সাকিব দেশের সম্পদ

ব্যাটে বলের নৈপূণ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু একের পর এক শৃঙ্খলা ভঙের কারণে বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। 

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ শেষে এক দিনের জন্য দুবাই সফরে গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব। 

গোয়েন্দা পুলিশ অবশ্য সাকিবকে সেখানে যাওয়ার ব্যাপারে আগেই সতর্ক করেছিল। সেই সর্তক বার্তাকে আমলে না নিয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান সাকিব।  

সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। যে কারণে বিতর্কিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

সাকিবের বিতর্কিত এই ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বিদেশ সফরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়। 

বিসিবির এই পরিচালক আরও বলেন, আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তারা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আরও বলেন, সাকিব শুধু বিসিবিরই সম্পদ নয়,দেশের সম্পদ। তাকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব।
 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments