Monday, March 27, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবিটকয়েনকে বৈধতা দিল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

বিটকয়েনকে বৈধতা দিল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে বৈধ ঘোষণা করেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বিটকয়েনকে বৈধতা দান করা বিশ্বের দ্বিতীয় দেশ হলো আফ্রিকার অন্যতম দরিদ্র এই রাষ্ট্র। দেশটির আইন প্রণেতাদের ভোটের কারণে অনুমোদন পেয়েছে বিটকয়েন। তবে বিটকয়েনের বৈধ ঘোষণাকে ‘অপরিণত’ ও ‘দায়িত্বহীন’ বলেছেন কম্পিউটারবিজ্ঞানী সিডনি টিকায়া। তাঁর মতে, গরিব দেশটিতে নানা সমস্যা আছে। নিরাপত্তাব্যবস্থা, শিক্ষা ও বিশুদ্ধ পানির সংকটই এখনো কাটিয়ে ওঠা যায়নি। দেশটির ইন্টারনেট ব্যবহারের সুযোগও অপ্রতুল। অথচ বিটকয়েন ব্যবহারে সম্পূর্ণভাবে ইন্টারনেটের ওপর নির্ভর করতে হয়। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশঙ্কা করছে, অপরাধীরা বিটকয়েনের মাধ্যমে সহজেই দেশটি থেকে অর্থ পাচার করবে। বিটকয়েন লেনদেনে প্রচুর পরিমাণে বিদ্যুৎ  খরচ হয়, ফলে এর পরিবেশগত সমস্যাও আছে। ২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের বৈধতা দেয় এল সালভাদর। ওয়ার্ল্ড ডাকা ওয়েবসাইটের জরিপ অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে মাত্র ৪ শতাংশ মানুষের ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ ছিল। বিশ্বের অন্যতম দরিদ্র দেশটি হীরা, স্বর্ণ ও ইউরেনিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ।        সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments