ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে তথ্য নিয়ে বিজ্ঞাপন দেখানোর ওপর বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা। ফেব্রুয়ারি থেকে কিশোর বয়সী ব্যবহারকারীদের লিঙ্গ জানতে পারবে না বিজ্ঞাপনদাতারা। কী ধরনের পোস্ট কিশোর-কিশোরীরা দিচ্ছে, তা দেখে টার্গেটেড অ্যাড দেখাতে পারবে না তারা। এ ছাড়া মার্চে নতুন সেটিংস আনছে মেটা। কিশোর বয়সীরা সেটিংসে গিয়ে ‘সি লেস’ অপশন সিলেক্ট করতে পারবে। এতে ফেসবুক ও ইনস্টাগ্রাম নির্দিষ্ট কয়েক ধরনের বিজ্ঞাপন কম দেখাবে। এর আগে কিশোর বয়সীদের আগ্রহ ও কার্যক্রমের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোতেও বিধি-নিষেধ আরোপ করা হয়। কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে আরো বিস্তৃত গবেষণার ফলাফল নতুন এই সিদ্ধান্ত। এ বিষয়ে এক ব্লগ পোস্টে মেটা বলে, ‘কিশোর-কিশোরীদের জন্য উপযুক্ত অ্যাপ তৈরিতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন আনা হচ্ছে। কিশোর বয়সীরা বুঝতে পারে না যে কিভাবে তাদের অনলাইন ডাটা নিয়ে নির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়। এই কারণে বিজ্ঞাপনদাতাদের জন্য কিশোর-কিশোরীদের কাছে পৌঁছানোর রাস্তা সীমাবদ্ধ করছি।’
সূত্র : দ্য গার্ডিয়ান