মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ থামানোর আহ্বান জানিয়েছেন ভারতের একজন জ্যেষ্ঠ ইসলামী নেতা। ইতিপূর্বে দিল্লি জামা মসজিদের ইমামসহ অন্য আলেমরাও শান্তির আহ্বান জানিয়েছিলেন।
কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষস্থানীয় দুই নেতা টক শো ও অনলাইনে অবমাননাকর মন্তব্য করায় এ বিক্ষোভ হচ্ছে।
ভারতের ইসলামভিত্তিক জামায়াত-ই-ইসলামী হিন্দের নেতা মালিক আসলাম বলেছেন, ইসলাম নিয়ে সমালোচনা ও অবমাননাকর মন্তব্য করা হলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা দরকার।
আবার এ ধরনের সংকটের মুহূর্তে শান্তি বজায় রাখাও প্রয়োজন।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে জামায়াত-ই-ইসলামী হিন্দের কার্যক্রম রয়েছে।
বিজেপি সরকার বলছে, নূপুর শর্মা বা নবীন কুমার জিন্দালের মন্তব্য দলীয় অবস্থান নয়। বিজেপি কোনো ধর্মের অবমাননাকে প্রশ্রয় দেয় না।
মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত সপ্তাহে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সহিংসতার ঘটনায় দুজন নিহত হয়েছে। কেউ কেউ গুলিবিদ্ধও হয়েছে। উত্তর প্রদেশে বিক্ষোভে অংশ নেওয়াদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে ইসলামী নেতারা এ আহ্বান জানালেন।
সূত্র : এনডিটিভি