Friday, March 24, 2023
spot_img
Homeজাতীয়বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটকের পর পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ সকাল এগারোটায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় লিফলেট বিতরণ করতে যান ইশরাক হোসেন। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় মতিঝিল থানা পুলিশ। রাজধানীতে একটি গাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মতিঝিল থানা থেকে এখন উনাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, লিফলেট বিতরণকালে মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি তিনি মতিঝিল থানায় আছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, গাড়ি পোড়ানোর পুরাতন একটি মামলার ইশরাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মতিঝিল থানা পুলিশ।

ইশরাককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক বলেন, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments