Sunday, October 1, 2023
spot_img
Homeখেলাধুলাবার্সেলোনাকে টপকে সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে টপকে সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা কুড়ালো রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর করা তালিকায় বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় সেরা দশে নেই কোনো ফুটবল ক্লাব। আর সেরা বিশে ফুটবল ক্লাব মাত্র তিনটি। তালিকায় সবার উপরে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের এনএফএল দল ডালাস কাউবয়েজ। সামগ্রিক তালিকায় ১৩ নম্বরে থাকা রিয়াল ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে। দেনার দায় থাকলেও দামি ফুটবল ক্লাবের তালিকায় বার্সার অবস্থান দ্বিতীয়, সব খেলা মিলিয়ে ১৫তম। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আছে ফুটবলের তালিকার ৩ নম্বরে, সামগ্রিক তালিকায় ১৯তম। 
খেলাধুলার সবচেয়ে দামি ক্লাবের তালিকায় সেরা ২০-এর মধ্যেই নেই ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ধনী ক্লাবগুলো। লিভারপুল ২২, বায়ার্ন মিউনিখ ২৩, ম্যানচেস্টার সিটি ২৪, পিএসজি ৪৮ ও চেলসির অবস্থান ৫০তম। গতবার ফোর্বস সাময়িকীর তালিকায় শীর্ষ দশে ছিল তিনটি ফুটবল ক্লাবÑ বার্সেলোনা (চতুর্থ), রিয়াল মাদ্রিদ (পঞ্চম) ও বায়ার্ন মিউনিখ (দশম)। শীর্ষে ছিল ডালাস কাউবয়েজই। 
ফোর্বসের হিসাবে ডালাস কাউবয়েজ ক্লাবের বর্তমান মূল্যমান ৬৮০ কোটি ডলার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments