Friday, March 24, 2023
spot_img
Homeখেলাধুলাবার্সা সভাপতির আচরণে অতিষ্ঠ মেসি

বার্সা সভাপতির আচরণে অতিষ্ঠ মেসি

দিন দুয়েক আগে পিএসজিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়ে বিরূপ মন্তব্য করেন হুয়ান লাপোর্তা। বার্সেলোনা সভাপতির মতে, টাকার জন্য পিএসজির দাসত্ব বরণ করে নিয়েছে ফুটবলাররা। সরাসরি খেলোয়াড়দের নাম না বললেও লাপোর্তার মন্তব্য যে মেসি-নেইমারদের ওপর বর্তায় তা বলা বাহুল্য। বিষয়টি নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি। বার্সা বসের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। এরপর থেকেই সময়ে সময়ে মেসির ন্যু-ক্যাম্পে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে কথা বলেন লাপোর্তা। সম্প্রতি বার্সা সভাপতি দাবি করেন, লোভনীয় বেতনের লোভে মেসি-নেইমাররা যোগ দিয়েছেন পিএসজিতে। 

স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমাকে কেউ ফ্রি খেলার জন্য বলেনি। কিন্তু একই সময়ে আমাকে নিয়ে প্রেসিডেন্টের (লাপোর্তা) বলা কথাগুলো শোভনীয় নয়। তারা আমাকে আঘাত করছে।’
মেসি বলেন, ‘এসব বলার কোনো মানে হয় না। এটা এমন যে আপনার হাত থেকে বল কেড়ে নেয়ার মত এবং এ ঘটনার জন্য কোনো দায় স্বীকার না করা।

এর ফলে মানুষ আমার সম্পর্কে সংশয়ে পড়ে যায়। অথচ যেটার জন্য আমি কখনোই প্রস্তুত নই।’

সম্প্রতি নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছে। ভালো প্রস্তাব পেলে নাকি ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেবে পিএসজি। এ বিষয়ে কথা বলতে গিয়েই লাপোর্তা পিএসজির খেলোয়াড়দের দাস বলে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘নেইমারকে কে পছন্দ করে না? সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়… কিন্তু এই সব খেলোয়াড়কেই একদিন ফ্রিতে বার্সায় ফিরতে হবে। যেসকল খেলোয়াড় পিএসজির মতো ক্লাবে চুক্তি করেছে, তারা আসলে দাসত্বে সই করেছে। শুধুমাত্র টাকার জন্য।’ লাপোর্তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল মেসির দিকে। অথচ আর্জেন্টিনা অধিনায়ক অর্ধেক বেতনেও বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বরং বার্সেলোনাই স্প্যানিশ লা লিগার বেতন কাঠামোর অজুহাত দিয়ে মেসিকে ন্যু-ক্যাম্প ছাড়তে বাধ্য করে। এরপরও লাপোর্তার এমন অশ্রদ্ধামূলক মন্তব্য অমূলকই বলা চলে।

হুয়ান লাপোর্তার এমন আচরণ পছন্দ হয়নি মেসির বাবা হোর্হে মেসিরও। ঘটনার জেরে বার্সা সভাপতিকে ফোন করেছিলেন তিনি। স্প্যানিশ সাংবাদিক মানু ক্যারেনোর বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে দৈনিক মার্কা। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মেসিকে নিয়ে বিরূপ মন্তব্য বন্ধ করতে লাপোর্তাকে অনুরোধ করেছেন হোর্হে মেসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments