Saturday, July 27, 2024
spot_img
Homeবিচিত্রবাবা হলেন ৮৩ বছরের আর্জেন্টাইন

বাবা হলেন ৮৩ বছরের আর্জেন্টাইন

আর্জেন্টিনার এক প্রবীণ ব্যক্তি ৮৩ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন। আলবার্তো করমিলট নামক ওই ব্যক্তি ছেলেসন্তানের বাবা হয়েছেন। মা ৩৫ বছর বয়সী এস্তেফানিয়া পাসকুইনি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে এমিলিও।

৮৩ বছর পেরিয়েও নিজের বয়স নিয়ে বেশি ভাবতে নারাজ আলবার্তো। তার সাফ কথা- কেউই চিরদিন বেঁচে থাকে না। কিন্তু যত দিন তিনি বাঁচবেন, তত দিন স্ত্রী-সন্তানকে সঙ্গ দিতে চান, বাঁচতে চান হই-হুল্লোড় করে।  

আগের স্ত্রীর সঙ্গে আলবার্তোর দুই ছেলে রয়েছে। এ ছাড়া রয়েছে তিন নাতনি। ২০১৭ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি।

পেশায় আলবার্তো অত্যন্ত খ্যাতনামা একজন পুষ্টিবিদ। বিশ্বজুড়ে বহু বিজ্ঞান সাময়িকীতে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশ হয়েছে। আর্জেন্টাইন ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রতিষ্ঠাতা তিনি।  

৫০টিরও বেশি বই লিখেছেন আলবার্তো। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যাইরেসে সামলেছেন মন্ত্রিত্বও। সে দেশের টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ২০১৯ সালে তিনি সহকর্মী এস্তেফানিয়া পাসকুইনিকে বিয়ের কথা ঘোষণা করেন।
সূত্র : মিরর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments