Wednesday, March 22, 2023
spot_img
Homeবিনোদনবাবার লেখা শেষ গানে কণ্ঠ দিলেন দিঠি

বাবার লেখা শেষ গানে কণ্ঠ দিলেন দিঠি

বাবার লিখে যাওয়া শেষ গানটি রেকর্ড করেছেন কিংবদন্তি গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার। 

‘মেঘলা আকাশ একলা রাতে হারিয়ে যাওয়া তারার হিসেব’-কথার এ গানটির সুর সংগীতায়জোন করেছেন নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীত পরিচালক অপু আমান। দিঠির সঙ্গে অপু আমান দ্বৈতভাবে গানটিতে কণ্ঠও দিয়েছেন। 

গানটি প্রসঙ্গে দিঠি বলেন, এবারের গানটি গাইতে গিয়ে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম। কারণ আমার গাওয়া প্রায় প্রতিটি গান রেকর্ডিংয়ের সময় বাবা উপস্থিত থাকতেন। কিন্তু বাবা এবার বাবা নেই। রেকর্ডিংয়ের সময় বাবাকে অনেক মিস করেছি।’

জানা গেছে, শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। মিউজিক ভিডিওতে দিঠি অভিনয়ও করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments