Saturday, April 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকবাবরি, জ্ঞানবাপীর পরে এবার মন্দির হবে আদিনা মসজিদ?

বাবরি, জ্ঞানবাপীর পরে এবার মন্দির হবে আদিনা মসজিদ?

জ্ঞানবাপী মসজিদকে ঘিরে বিতর্ক এখনও কাটেনি। তার মধ্যেই এবার আদিনা মসজিদকে ঘিরে নয়া বিতর্ক উসকে দিল ভারতে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্ব। সেখানে পরিদর্শন করে একাধিক ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা রথীন্দ্র বসু।

তাহলে কি বাবরি, জ্ঞানবাপীর পর এবার টার্গেট মালদার আদিনা মসজিদ? মালদার গাজোল থানা এলাকার আদিনা মসজিদ নিয়ে এবার নতুন করে বিতর্ক উসকে দিলেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, রবিবার বিজেপি নেতা রথীন্দ্র বসু, স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ বিজেপির কয়েকজন নেতৃত্ব ওই মসজিদ পরিদর্শন করেন। এরপরই কিছু ছবি রথীন্দ্র বসু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর তার এই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়েছে। কেন বাংলায় এই ধরনের উসকানি দেয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা।

মালদার অন্যতম পর্যটনকেন্দ্র বলে পরিচিত আদিনা মসজিদ। শুধু ধর্মীয় স্থান বলে সেখানে মানুষ যান এমনটা নয়। নানা ভাষাভাষী, নানা ধর্মের মানুষ আদিনায় যান। সেই আদিনাকে ঘিরে এবার নয়া বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতৃত্ব। রথীন্দ্র বসু লিখেছেন, ‘আদিনা মসজিদের তলায় কি ঘুমিয়ে রয়েছে সনাতনী ইতিহাস? মালদহ জেলার গাজোল থানার ৩৯ নম্বর মৌজায় অবস্থিত পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় মসজিদ আদিনা মসজিদ। কিন্তু এটি সর্বৈব সত্য নয়। এই আদিনা মসজিদের তলাতেই ঘুমিয়ে রয়েছে আদিনাথ মন্দির। এই মন্দির উদ্ধারে প্রাণ দেন জিতু সর্দার। সেই ইতিহাস অনেকেরই অজানা। ইংরেজ ও মুসলিম শাসকদের হাত থেকে মন্দির রক্ষা করতে গিয়ে শহিদ হন তিনি।’

‘গতকাল (রোববার) আদিনার সেই বিতর্কিত স্থান স্থানীয় বিধায়ক শ্রী চিন্ময় দেব বর্মনের সঙ্গে পরিদর্শনকালে বারবার মনের মধ্যে ঘুরে ফিরে সেই প্রসঙ্গই আসছিল। কাশীর বাবা বিশ্বনাথ তো সম্মান ফিরে পেলেন। এবার কি তবে পালা আদিনাথে?’ প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। সূত্র: হিন্দুস্থান টাইমস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments