Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনবান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট, তোপের মুখে শুভশ্রী

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট, তোপের মুখে শুভশ্রী

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুটো ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটিতে তাঁকে দেখা গেল মনোকিনিতে সাদা বালির উপর বসে থাকতে, পাশেই সেই বান্ধবী। অপর ফোটোতে বিচের ধারে নীল জলের পাশে ওয়ানপিসে দুজন। ক্যাপশনে শুভশ্রী লিখলেন, ‘তুমি মোটেই বুড়ো হচ্ছ না। তুমি বরং আরও উপরে উঠছ। তোমার জন্মদিন হট অ্যান্ড হ্যাপেনিং হোক আমার বন্ধু। অনেক ভালোবাসা তোমায়। পার্টি চাই।’

জবাবে শুভশ্রীর বান্ধবী লিখলেন, ‘পার্টি পার্টি। একসঙ্গে আরও সেক্সি আর হট হব। ধন্যবাদ তোমায়।’

শুভশ্রীর পোস্ট করা ছবি

তবে বান্ধবীর জন্মদিনে এমন শুভেচ্ছা জানিয়ে রীতিমতো ব্যঙ্গের মুখে পড়েছেন শুভশ্রী। নেটিজেনরা মন্তব্য করে অভিনেত্রীকে কটাক্ষ করেছেন। একজন লিখেছেন ‘সত্যি বলছি বুড়ি লাগছে’। অপর একজন লিখেছেন, ‘প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেউই তোমরা বিকিনিতে কমফোর্টেবল নও। তাও কেন যে পরো এসব!’ অন্য একজন লিখেছেন, ‘এসব ছবি দিয়েও কেউ শুভেচ্ছা জানায়?’

তবে এসব ব্যাঙ্গাত্মক মন্ত্যের সঙ্গে একাধিক প্রশংসাও এসেছে অভিনেত্রীর। একজন ভক্ত লিখেছেন ‘হট অ্যান্ড সেক্সি লাগছে দুজনকেই’। আরেকজন লিখলেন, ‘শুভশ্রীদি তুমি সবসময়ই খুব সুন্দরী।’ 

প্রসঙ্গত, গত বছর ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে রাজ-শুভশ্রী মালদ্বীপ গিয়েছিলেন। সেই ট্রিপে তাঁদের সঙ্গে ছিল পৌলমী ও তাঁর পরিবারও। আর এই ছবিগুলি সেই ট্রিপেরই।

শুভশ্রী

২০০৭ সালে ‘পিতৃভূমি’ ছবি দিয়ে টলিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথমদিকে মূলত কমার্শিয়াল ছবিতে কাজ করলেও এখন ছক ভেঙে বেরিয়ে এসেছেন। সঙ্গে পেয়েছেন পরিচালক স্বামী রাজকে। ২০১৯ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’। যাতে শুভশ্রীর অভিনয় কেড়ে নিয়েছিল সকল দর্শকের মন। রাজের পরিচালনায় ‘ধর্মযুদ্ধ’তেও তিনি একইরকম জাদু দেখিয়েছেন। একইভাবে ‘হাবজি গাবজি’তেও তাঁর কাজ প্রশংসা পায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বিসমিল্লাতে’ও শুভশ্রী নজর কেড়েছেন সকলের।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments