Sunday, October 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবাজেট গেমিং স্মার্টফোন আনল ওয়ালটন

বাজেট গেমিং স্মার্টফোন আনল ওয়ালটন

বাজারে এসেছে ওয়ালটনের গেমিং ফোন ‘প্রিমো এসএইট মিনি’। গেমিং ফোনটির পেছনে রয়েছে ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ক্যামেরায়ই ফোরকে রেজল্যুশনের ভিডিও ধারণ করা যায়।

ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে, অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। স্টোন হোয়াইট, ইংক ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। স্মার্টফোনটিতে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফরম ই-প্লাজা (eplaza.waltonbd.com) ও ওয়ালকার্ট (walcart.com) থেকে কেনা যাচ্ছে। ৪ গিগাবাইট র‌্যামের সংস্করণের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যামের সংস্করণটির দাম ১৫ হাজার ৬৯৯ টাকা। নগদ ছাড়াও কিস্তি ও ইএমআই সুবিধায় ফোনটি কেনা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments