বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানের কন্যা খাতিজা রহমান। তার আগে গোপনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরে ফেললেন খাতিজা। রবিবার (২ জানুয়ারি) নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রহমান কন্যা। খাতিজার হবু বরের নাম রিয়াসদিন শেখ মোহম্মদ। যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। গত ২৯ ডিসেম্বর এই শুভ কাজটি সেরেছেন তারা দু’জনে। ঘটনার সাক্ষী ছিল কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং দুই পরিবার।